মাইলস্টোন ট্র্যাজেডি

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৮ আগস্ট ২০২৫
মাইলস্টোন স্কুলের দগ্ধ রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ ৯ জন।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে বার্ন ইনস্টিটিউটে যান তারা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, উত্তরায় মাইলস্টোন কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ ৯ জনের একটি বিশেষ টিম ইনস্টিটিউটে আসে। পরে রোগীদের খোঁজখবর নেন তারা। পরে আমাদের সঙ্গে একটি বৈঠক হয়।

তিনি বলেন, দুর্ঘটনায় চিকিৎসাধীন রোগী নিয়ে ব্রিটিশ মেডিকেল টিম গত সপ্তাহে আমাদের সঙ্গে কাজ করেছে।

গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। অনেকে এখনো চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। নিহত ৩৬ জনের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।

কেএজেডআইএ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।