হলমার্ক ডিজাইনকে ৩৭০ কোটি টাকা জরিমানা


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০১ জানুয়ারি ২০১৫

রাজস্ব ফাঁকির অভিযোগে আলোচিত মেসার্স হলমার্ক ডিজাইনকে ৩৭০ কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে। ৩৪৯টি বিল অব এন্ট্রি এর মাধ্যমে আমদানিকৃত ৯৩ কোটি টাকার শুল্কমুক্ত পণ্য অবৈধভাবে বিক্রি করে সরকারের ১১৬ কোটি ৩৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে মেসার্স হলমার্ক ডিজাইন ওয়্যার লিমিটেডের বিরুদ্ধে।

বৃহস্পতিবার শুল্ক আইনে এক বিচার আদেশে কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার ড. মো. সহিদুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ৩৭০ কোটি টাকা জরিমানা করেছেন। কাস্টম প্রশাসনের ইতিহাসে এত বড় অংকের জরিমানার আদেশ এই প্রথম বলে জানা গেছে। তবে এ অর্থদণ্ডের পাশাপাশি শুল্ক ও করাদি বাবদ ১’শ ১৬ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২০.০৬ টাকাও শিল্প প্রতিষ্ঠানটিকে পরিশোধ করতে হবে।
 
কমিশনারের আদেশে আরোপিত দণ্ড ও শুল্ক করবাবদ সর্বমোট ৪৮৬ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকা আগামী ২১ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ড কমিশনার ড. মো. সহিদুল ইসলাম জানান, পরপর ৬ বার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ শুনানীতে আসেনি। অভিযোগ সন্দেহতাতীতভাবে প্রমাণিত হওয়ায় শুল্ক আইনে এ অর্থদন্ড করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাওনা অর্থ জমা না দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা লোপাটের ঘটনায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদসহ ৬ জন বর্তমানে জেলে আছেন। আত্মসাৎ করা ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকার মধ্যে একশ` কোটি টাকা পরিশোধ করার শর্তে গত বছরের ৫ আগস্ট আদালতের আদেশে জামিনে মুক্তি পান তানভীর মাহমুদের স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।