নেপালে বাংলাদেশিরা ভালো আছেন: প্রেস সচিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫
বিক্ষোভে উত্তাল নেপাল/ছবি: খবরহাব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশি যারা নেপালে আছেন তারা ভালো আছেন। বাংলাদেশ দূতাবাস তাদের সবার দেখভাল করছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নেপালের পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন।

তিনি জানান, জাতীয় ফুটবল টিমকে বাংলাদেশ ফিরিয়ে আনতে বিমানবাহিনীর স্পেশাল এয়ারক্রাফট গেছে (এরই মধ্যে তারা ফিরেও এসেছেন)। নেপালের বিমানবন্দর আংশিক খোলা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।