মগবাজারে রেস্টুরেন্টে আগুন
আগুন নেভানোর ফাইল ছবি
রাজধানীর মগবাজারে কিসপি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ২৫ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। এরপর রাত ১২টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মগবাজারে কিসপি রেস্টুরেন্টের তৃতীয়তলায় আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এসএএইচ