প্রবাসীদের ডাকযোগে প্রথমবার ভোটের সুযোগ: যা করতে হবে ভোটারকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা দেশের সাধারণ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি নতুন আইটি-সাপোর্টেড পদ্ধতি চালু করেছে।

ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এখন আউট অফ কান্ট্রি ভোটিং (ওসিভি) মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য, এনআইডি ও পাসপোর্ট দিয়ে আবেদন করতে হবে। আবেদন যাচাইয়ের জন্য অ্যাপে ফেস রিকগনিশন ও লাইভনেস টেস্ট সম্পন্ন করা হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপার পুনরায় ডাকযোগে নির্বাচন কমিশনের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সময়মতো ব্যালট পেপার পাঠানো ও ভোটের গোপনীয়তা রক্ষার বিষয়টি কঠোরভাবে মেনে চলতে হবে। প্রবাস থেকে ভোট দেওয়ার এ সুযোগ বাংলাদেশের ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপ ডাউনলোড ও তথ্য জানার জন্য ইসির ওয়েবসাইট এবং ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিজিট করা যাবে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য, লন্ডন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাস থেকে প্রথম ভোট-বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ভোট দিতে হলে যা করবেন-এই শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে তার ভেরিফাইড একাউন্টে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্যের সেই বিজ্ঞপ্তিটি শেয়ার করেন।

এমইউ/এমএমকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।