রমনায় শুরু পৌষমেলা


প্রকাশিত: ০৪:০৩ এএম, ০২ জানুয়ারি ২০১৫

রামনায় শুরু হয়েছে তিনদিনব্যাপী পৌষমেলা। এবারে মেলার শ্লোগান হচ্ছে  ‘শান্তির পায়রা উড়ুক পৌষের আকাশে’। শুক্রবার সকাল আটটায় আইলা জ্বালানোর মধ্যদিয়ে এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

অনুষ্ঠানের ঘোষণা পাঠ করেন পৌষমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

সূত্র জানায়, মেলায় স্থান পাচ্ছে ৪০টি স্টল। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। মেলা প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী লোকজ গান ও নাচ পরিবেশন করবে দেশের প্রতিশ্রুতিশীল শিল্পীরা। এছাড়া আবৃত্তি করবেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।