অফিসে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৫
ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় মো. রাশেদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দুপুর ১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা রাশেদুল ইসলামের স্বজনদের কাছে জানতে পেরেছি তিনি গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে অফিসে যাওয়ার পথে কারওয়ান বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিলীপ চন্দ্র সরকার আরও জানান, নিহত রাশেদুল রংপুরের মিঠাপুকুর এলাকার সেলিম রেজার সন্তান। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজী আর-আমিন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।