হাটহাজারীতে সহপাঠীর হামলায় প্রাণ গেলো স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫
নিহত তানভীর/ ছবি- সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে তানভীর (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী সহপাঠীর হামলায় নিহত হয়েছে। নিহত তানভীর আলীপুর রহমানিয়া অ্যান্ড কলেজের ছাত্র ছিল। সে হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসদরের পুরাতন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের একটি ভিডিওকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরও অভিযুক্ত শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে কয়েকজন সহযোগীকে নিয়ে পুরাতন পৌর কার্যালয়ের সামনে তানভীরের ওপর হামলা চালায়।

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ‘রসমলাই’ খেয়ে শিশুসহ ৫ জন হাসপাতালে
ঋণের টাকায় কেনা ভ্যান চুরি, কেঁদেই চলেছেন হাফিজ শেখ

এসময় তারা তানভীরকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।