সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাবির রাস্তায় ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১২ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ হয়/ ছবি- জাগো নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়।

বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
এবার ধোলাইপাড়ে বাসে আগুন 
নির্বাচন কমিশনের কম্পাউন্ড থেকে চারটি পটকা উদ্ধার 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ দুটি ককটেল রাস্তায় নিক্ষেপ করে। এসময় পরপর দুবার বিকট শব্দ শোনা যায়। তবে ককটেল নিক্ষেপকারীকে ধরা সম্ভব হয়নি।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাবির রাস্তায় ককটেল নিক্ষেপ

এ ঘটনায় তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এনএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।