খন্দকার মাহবুবসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হাইকোর্ট চত্ত্বরে পুলিশ ও বিচারপতির গাড়ীতে হামলার অভিযোগে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে শাহবাগ থানায় অজ্ঞাতনামা দুই শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন বাবুপুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব উল আলম।
সোমবার রাতে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলার এজহার লেখা হলেও মঙ্গলবার দুপুরে মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।
আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদিন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, হাইকোর্ট চত্ত্বরে সোমবার দুপুরে কালো পতাকা মিছিল বের করে বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশ ও আইনজীবীদের মধ্যে ধস্তধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সেখানে কর্মরত পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমান ও আলমগীর হোসেন আহত হন।