তারেকের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দায়ের করা মামলা যতদিন পর্যন্ত বিচারাধীন থাকবে ততদিন কোনো বক্তব্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইদুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার রিট আবেদন করেছিলেন এক আইনজীবী। বুধবার আবেদনের ওপর শুনানি অনু্ষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে অন্তবর্তী আদেশ দেয়। ডেপুটি এর্টনি জেনারেল বিশ্বজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।