ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ মুসল্লি নিহত


প্রকাশিত: ০৪:২০ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ঢাকার ধামরাইয়ে বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে তিন মুসল্লি নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজতেমাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি মিনিবাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটিভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।