খালেদার গুলশান কার্যালয়ের নিরাপত্তা শিথিল


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে নিরাপত্তা আরো শিথিল করা হয়েছে। শুক্রবার সকাল থেকে কার্যালয়ের সামনে ও কার্যালয়ের দক্ষিণ পাশে ৮৬ নম্বর রোডের মাথায় প্রায় ৩০ জন পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাখা জলকামানটি আরেকটু সরিয়ে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হয়েছে। কার্যালয় থেকে খালেদা জিয়ার বাসায় যাওয়ার রাস্তায় মাত্র দুইটি পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১০ টায় কার্যালয়ের প্রধান ফটকের বাহিরে ফের তালা ঝোলানোর খবর শোনা গেলেও সকালে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়নি।

গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত ওসি (তদন্ত) ফিরোজ জাগোনিউজকে জানান, নিরাপত্তা আগের মতোই রয়েছে। তবে কার্যালয়ের সামনের অতিরিক্ত পুলিশকে প্রধান সড়কে রাখা হয়েছে।

তিনি বলেন, কিছু কিছু পুলিশকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে আবার তাদেরকে নিয়ে আসা হবে। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।