সরকারের আচরনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর এড রয়েস এবং পাঁচ কংগ্রেস সদস্য বাংলাদেশের বিরোধীদল ও মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে সাক্ষরকারী মার্কিন কংগ্রেসের অপর সদস্যরা হলেন ইলিয়ট অ্যাঙ্গেল (ডেমোক্র্যাট) স্টিভ চ্যাবট (রিপাবলিকান), যোশেফ ক্রাউলি (ডেমোক্র্যাট), জর্জ হোল্ডিং (রিপাবলিকান) ও গ্রেস মেঙ (ডেমোক্র্যাট)।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বন্ধুত্ব, সম্মান, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার মতো শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক।

বিবৃতিতে কংগ্রেস নেতৃবৃন্দ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর রূঢ় আচরণের তীব্র নিন্দা জানান। এ ছাড়া বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে তার অফিসে গত কয়েক দিন ধরে অবৈধভাবে আটকে রাখার ঘটনাতেও তীব্র নিন্দা জ্ঞাপন করেন। একইসাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর সরকারের অনৈতিক নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের বিরোধী দলের সিনিয়র নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারে  বিধিনিষেধে আমরা গভীরভাবে উদ্বিগ্ন বলে উল্রেখ করেন।  

বিবৃতিতে আরো বলা হয়, আমরা মনে করি অব্যাহত রাজনৈতিক স্থবিরতা ও সহিংসতা এবং বিরোধী দলকে লক্ষ্য করে চালানো সহিংসতা বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশটির অর্থনৈতিক অর্জন, ৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার হ্রাস এবং দ্বিপক্ষীয় সম্প্রসারিত বাণিজ্য সব অর্জনই ভেস্তে যাবে যদি এই অস্থিতিশীলতা স্থায়ী হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।