গণভবনে মোনাজাত করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:১২ এএম, ১১ জানুয়ারি ২০১৫

গণভবনে বসেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমনস্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্য ও দলের কয়েক নেত্রীকে সঙ্গে নিয়ে তিনি এ মোনাজাত করেন।
 
জানা গেছে, মোনাজাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ভারতের মাওলানা সাদের পরিচালনায় প্রথম দফা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। রোববার বেলা ১১টা ২০ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৮ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়।

গুলশানে কার্যালয়ে খালেদার মোনাজাত

গুলশানে কার্যালয়ে খালেদার মোনাজাত
গুলশানে কার্যালয়ে খালেদার মোনাজাত
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।