জনতার বিরুদ্ধে অবরোধ চলছে: ডিএমপি কমিশনার


প্রকাশিত: ০৭:১৯ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সারাদেশে যে অবরোধ চলছে, তা জনতার বিরুদ্ধে অবরোধ। চোরাগুপ্তা হামলা বা যে নাশকতা হচ্ছে তার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে ঢাকা মহানগর ট্রাফিক (দক্ষিণ) ও বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ সড়ক বাস্তবায়নে করনীয়’ শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, সমাবেশের অনুমতি দেওয়ার আগে জননিরাপত্তার স্বার্থে তদন্ত ও খোঁজ-খবর করা হয়। যদি নাশকতা বা নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে প্রতিয়মান হয়, তখন সমাবেশের অনুমতি দেওয়া হয়। সেটা যেকোনো দল বা ব্যক্তিই হোক না কেন।

দক্ষিণখানে ব্যবসায়ীকে পুলিশের গুলি করা প্রসঙ্গে তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। যদি ওই পুলিশ অফিসার কোনো ভুল করে থাকেন বলে প্রমাণিত হয়, তবে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশের আইনের মধ্যেই চলতে হয়। এর বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে কমিশনার বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় তাদের ট্রাফিক সিগন্যাল টাইমিং কাউন্টডাউন প্রকল্প চলছে। এই প্রকল্প শেষ হলে একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা দৃশ্যমান হবে।

তিনি আরো বলেন, গাড়ি চালানোর সময় বেপরোয়া বা ওভারটেকিংয়ের মানসিকতা পরিহার করতে হবে। অতিরিক্ত যাত্রী নিয়ে বাস বা গাড়ি চালানো যাবে না। চালককে সিটবেল্ট বাধতে হবে। মোটরসাইকেল চালককে অব্যশই হেলমেট ব্যবহার করতে হবে। সিগন্যাল মেনে চলতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে পারবো।

-জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।