হাতবোমায় আহত অভির মৃত্যু


প্রকাশিত: ০২:৪৬ এএম, ২২ জানুয়ারি ২০১৫

রাজধানীর বঙ্গবাজার এলাকায় গত ১৪ জানুয়ারি হাতবোমার আঘাতে আহত কবি নজরুল কলেজের একাদশ শ্রেণির ছাত্র তানজীদ হোসেন অভির মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভি ধোলাইখাল কলতাবাজারের রোকনপুর এলাকার ডিম বিক্রেতা দেলোয়ার হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি আনন্দবাজারে কোচিং শেষ করে বঙ্গবাজারের এনেস্কো টাওয়ারের সামনে এলে দুর্বৃত্তদের ছোঁড়া হাতবোমায় অভি গুরুতর আহত হন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।