মায়ের খবর জানা হলো না কোকোর


প্রকাশিত: ১০:৩০ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

‘তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন। এই গুঞ্জন চলছে।’ এই খবরের সত্যতা জানার আগ্রহ ছিল আরফাত রহমান কোকোর। তিনি মায়ের সর্বশেষ খবর জানতে দেশে দ্রুত যোগাযোগ করার কথা বলেন।

এরপর বাসার লোকজনদের বুক ব্যথার কথা জানান তিনি। এসময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমনান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো। একটি গণমাধ্যম সূত্রে এতথ্য জানা গেছে।

আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদ শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ভিড় করছেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।