কোকোর অকালমৃত্যুতে ডিসিসিআই’র শোক


প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার এক শোকবার্তায় ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাঁর পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সহমর্মিতা জানান।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো, গত ২৪ জানুয়ারি শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার তার মরদেহ ঢাকায় আনা হতে পারে।

এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে বিএনপি।

এসআই/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।