নতুন রূপে তিস্তা এক্সপ্রেস : যাত্রা শুরু ২ সেপ্টেম্বর


প্রকাশিত: ০৬:০৮ এএম, ৩১ আগস্ট ২০১৬

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে ধোয়া-মোছা শেষে প্রস্তুত হচ্ছে ‘নতুন’ তিস্তা এক্সপ্রেস। ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ২ সেপ্টেম্বর নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করবে।

জানা গেছে, নতুন রেকের তিস্তার ১৮টি কোচ ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। নতুন যাত্রায় ট্রেনটিতে আগের চেয়ে সব শ্রেণীর আসন সংখ্যা বেড়েছে। বেড়েছে যাত্রীসেবার মানও।

নতুন রূপে তিস্তা এক্সপ্রেস ট্রেনের বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী বলেন, নতুন রেকের তিস্তা এক্সপ্রেসে ১৮টি কোচ রয়েছে। এসব কোচে মোট আসন সংখ্যা ৯১৪টি। এর মধ্যে ৫টি এসি চেয়ার কোচে রয়েছে ৫৫টি করে ২৭৫টি আসন, ৯টি শোভন চেয়ার কোচে ৬০ করে রয়েছে ৫৪০টি আসন, ২টি এসি সিট কোচে ৩৩ করে রয়েছে ৬৬টি আসন।

আর প্রথম শ্রেণীর একটি কোচে ৩৩টি আসন, একটি পাওয়ার কার ও দুইপাশে দু’টি খাবার গাড়ি রয়েছে ট্রেনটিতে।

ট্রেনটি সোমবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ৭টা ২০ মিনিটে কমলাপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। আর দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছে রাত ৮টা ১০ মিনিটে।

এএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।