মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রা শুরু
ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে `মোহনগঞ্জ এক্সপ্রেস` নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী জানান, সাপ্তাহিক বন্ধ ছাড়া প্রতিদিন বেলা ২ টা ২০ মিনিটে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১৪টি বগি নিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে প্রথমে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পরে গফরগাঁও, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা, ঠাকুরাকোনা এবং বারহাট্টা রেলস্টেশন হয়ে রাত সাড়ে ৮টায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।
এরপর ট্রেনটি ওই দিন রাত সাড়ে ১১টায় আবার মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে পরদিন ভোর ৬টার দিকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার।
নতুন এই ট্রেনে ৫৮ আসনের একটি এসি চেয়ার কোচ রয়েছে। এছাড়া আছে ২৭ আসনের একটি প্রথম শ্রেণীর কোচ।
আর তিনটি শোভন চেয়ার কোচে ১৮০ টি এবং ৭ টি শোভন কোচে ৩৬০টি আসন থাকছে। একটি পাওয়ারকার ও একটি খাবার গাড়ি মিলিয়ে থাকছে আরো ৪০টি আসন।
এএস/এমএমজেড/পিআর