বাস্তবায়ন হয়নি নৌ-মন্ত্রণালয়ের নির্দেশ
টানা অবরোধ ও হরতাল কর্মসূচিতে নদীপথে নাশকতা এড়াতে যাত্রীবাহী লঞ্চে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর ব্যবহারসহ প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী রাখার নির্দেশনা দিয়েছে নৌ-মন্ত্রণালয়।
কিন্তু ঘোষণার ১০ দিন পেরিয়ে গেলেও চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী বেশিরভাগ লঞ্চ মালিক তা বাস্তবায়ন করেননি। এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে এক যৌথ সভায় ৩০ জানুয়ারির মধ্যে লঞ্চগুলোতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
বিএনপি জোটের টানা অবরোধ আর হরতালে নদীপথে যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটছে। এ অবস্থায় যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চে সিসি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দিয়েছে নৌ মন্ত্রণালয়। নিরাপত্তার জন্য চাঁদপুর লঞ্চ টার্মিনালেও এখন থেকে দিনরাত যাত্রীদের দেহ তল্লাশি করে লঞ্চে প্রবেশ করানো হচ্ছে। তা ছাড়া কেবিনের যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয়।
যাত্রীরা জানান, সরকার যে কাজ করছে সেটা সাধারণ জনগণের স্বার্থে করছে। সরকারের এই পদক্ষেপ খুবই ভালো পদক্ষেপ। আমরা সাধারণ জনগণ চাই যতদিন দেশে বিশৃঙ্খলা আছে ততদিন এই পদক্ষেপ থাকুক।
লঞ্চ মালিক প্রতিনিধিরা জানান, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিচ্ছেন তারা। এক মালিক প্রতিনিধি জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য যা কিছু করা দরকার আমরা তাই করেছি। বাকি যে লঞ্চগুলোতে নিরাপত্তা নেই আমরা সেটা ব্যবস্থা করছি।
নৌ-পুলিশের চাঁদপুর ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান বলেন, আইডি কার্ড দেখিয়ে তারপর কেবিন বুকিং করা হচ্ছে। এছাড়া তাদের নাম ঠিকানা এন্ট্রি করা হচ্ছে। সামনের দিনগুলোতেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
চাঁদপুর বিআইডব্লউিটিএ`র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মুহম্মদ মোবারক হোসেন জানান, লঞ্চগুলো সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর স্থাপন এবং আনসার সদস্য নিয়োগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, নিরাপত্তা কাজের অনেক অগ্রগতি হয়েছে। বাকি যে কাজগুলো বাস্তবায়ন হয়নি আগামী ৩দিনের মধ্যে সে কাজগুলো বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
চাঁদপুর জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল্লাহ নুরী জানান, লঞ্চ মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত সরকারের সিদ্ধান্ত কার্যকর করবেন। তিনি বলেন, বিআইডব্লউিটিএ কর্তৃপক্ষ পর্যাপ্ত মাইকিং-এর ব্যবস্থা করবে। নৌ পুলিশ জাহাজে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেবে। আমরা আশা করছি জাহাজে নিরাপত্তা নিশ্চিত হলে যাত্রীরা সুন্দরভাবে চলাচল করতে পারবে।
এএইচ/পিআর