পুলিশের গুলিতে আহতদের হাসপাতালে ভর্তি
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক দুই যুবককে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আটককৃতরা হলেন, আবুল কাশেম ফজলুল হক ও নাজমুল হক।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, সকলে মোহাম্মাদপুর রাজিয়া সুলতানা রোডে তারা মিছিল করার প্রস্তুতি নেয়। এসময় ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পরে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাদের দুজনের পায়ে গুলি লাগে। তাদেরকে মিরপুর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায় তাদের একজন আবুল কাশেম ফজলুল হক (২৫) কে অপারেশন থিয়েটার (ওটি) নেওয়া হয়েছে আর অচেতন অবস্থায় গুলিবিদ্ধ নাজমুল হক (২৮) কে অপারেশন থিয়েটারের বারান্দায় রাখা হয়েছে। তবে এ বিষযে হাসাপাতালের চিকিৎসক-নার্স রোগী সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাজমুল হক বরিশালের গৌরনন্দি উপজেলার মৃত. আমজাদ হোসেনের পুত্র এবং আবুল কাশেম ফজলুল হক পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার আব্দুল ওহাবের পুত্র। তারা রাজধানীর মোহাম্মদ পুরে একটি বাসায় থাকতেন।
জেইউ/এএইচ/আরআই