রাষ্ট্রপতির কাছে সদ্য নিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ
বাংলাদেশে সদ্য নিযুক্ত আর্জেন্টিনা, লাও পিডিআর ও পোল্যান্ডের রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাদের নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
অনাবাসিক রাষ্ট্রদূতগণ হলেন- আর্জেন্টিনার রাউল আইনাসিও গুয়াস্তাভিং, লাও পিডিআর’র সাউথাম সাকোননিনহোম এবং পোল্যান্ডের তোমাজ লুকাসজুক।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানিয়ে ঢাকায় তাদের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে স্ব স্ব দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন খাতে।
রাষ্ট্রপতি বাংলাদেশে তাদের অবস্থানকালে সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।
বৈঠকে রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতিকে বলেন, বাংলাদেশ এবং তাদের নিজ নিজ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে তারা কাজ করে যাবেন।
এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদেরকে পৃথক গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
আরএস/আরআই