বৃহস্পতিবার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি


প্রকাশিত: ১০:০৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার কিশোরগঞ্জের মিঠামইনে আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মিঠামইন উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার রাসেল আহম্মেদ স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী রাষ্ট্রপতিকে বহনকারী একটি হেলিকপ্টার মিঠামইন উপজেলা হ্যালিপ্যাডে অবতরণ করবে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে।

এরপর স্থানীয় সার্কিট হাউজে বিশ্রাম শেষে বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
 
শুক্রবার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়ি রাত্রিযাপন করবেন তিনি। পরদিন শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।