ভূঁইয়া শফিকুল রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব


প্রকাশিত: ১১:২৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী গত ২৯ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। শফিকুল ইসলাম তার স্থলাভিষিক্ত হলেন।

১৯৮২’র নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শফিকুলের বাড়ি বাগেরহাট জেলায়। এর আগে তিনি শিল্পকলা একাডেমি ও পাট অধিদপ্তরের মহাপরিচালক এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে পরিকল্পনা কমিশনে নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ শফিকুল আজমকে। তিনি বর্তামানে পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসএ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।