বঙ্গবন্ধুর প্রেস সচিব আমিনুল হক বাদশা আর নেই


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব আমিনুল হক বাদশা আর নেই। মঙ্গলবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পারিবারিক সূত্র জানায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ওয়ার্পিংটন হাসপাতালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাদশা সপরিবারে লন্ডনে থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধুর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার মরদেহ দেশে আনা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।