বার্ন ইউনিটে ইইউ প্রতিনিধি দল


প্রকাশিত: ১১:১৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিট পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে ইইউর রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি বার্ন ইউনিটে পৌঁছান। বেলা পৌঁনে ১১টায় তারা ঢামেক ত্যাগ করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ড. পিয়েরো ল্যামবার্ট ও অলিভিয়ার ব্রাউন্ট। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মো. নুরুল হক তাদের সঙ্গে ছিলেন।

ইউরোপীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পর নুরুল হক সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলের সবাই বার্ন ইউনিটে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। এ সময় রোগীদের কোনো সাহায্য প্রয়োজন কিনা তাও জানতে চান তারা।

জেইউ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।