কক্সবাজারে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার
কক্সবাজার থেকে অপহৃত তিন বছরের শিশু আব্দুল আজিজকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে আজিজকে উদ্ধার করা হয়। গত ২৮ জানুয়ারি কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে আজিজকে অপহরণ করে ওই দুই অপহরণকারী।
র্যাবের মিডিয়া এ্যান্ড লিগাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, বৃধবার সকাল ১১টায় র্যাব-১০ এর লালবাগের ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/বিএ/আরআইপি