খালেদার কার্যালয়ে প্রতিদিনই খাবার যাচ্ছে : আইজি


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিনই খাবার সরবরাহ করা হচ্ছে। তিনি খাবার পাচ্ছেন ও সুস্থ আছেন বলে তাদের কাছে খবর আছে।

শনিবার রাজধানীতে পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে আইজি এ কথা বলেন। অনুষ্ঠানে কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

দেশজুড়ে চলা সহিংসতা নিয়ে আইজি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়ে আসছে। আগের তুলনায় যান চলাচল বেড়েছে। ঢাকার জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। বোমাবাজদের গ্রেফতারের জন্য যা কিছু করা দরকার, তা করা হবে।

তিনি আরও বলেন, বোমাবাজির অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা ছাত্রদল, যুবদল, শিবির অথবা তাদের ভাড়া করা লোক। এরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এ দিকে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দলের পক্ষে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আমরা না খেয়ে মারা যাব?’

শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘চার দিন ধরে কার্যালয়ে খাবার সরবরাহ করতে দেওয়া হচ্ছে না। আমরা শুকনো খাবার খেয়ে বেঁচে আছি।`

গত বুধবার থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশন কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

শনিবার ১২টা ১০ মিনিটের দিকে ৪০টি খাবারের প্যাকেট নিয়ে কার্যালয়ের সামনে আসেন হিমেল নামের এক ব্যক্তি । এ সময় পুলিশ খাবার নিয়ে তাকে কার্যালয়ের ভেতরে প্রবেশে বাধা দেয়।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।