মালয়েশিয়ার সহায়তায় ফ্লাট নির্মাণ করবে রাজউক
মালয়েশিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় ৮ হাজার ৪শটি ফ্লাট নির্মাণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এটি উত্তরার ১৮ নম্বর সেক্টরে নির্মিত হবে।
জানা গেছে, এই ফ্লাট নির্মাণে ২ বছরের মতো সময় লাগবে। এতে মালেয়েশিয়া সরকারের একটি বে-সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে খরচ পরবে ৫ হাজার কোটি টাকা। বর্তমানে প্রকল্পটি সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে রয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি অনুমোদন দিলে প্রকল্পটির কাজ শুরু হবে।
প্রচলিত পদ্ধতিতে যেখানে একটি ভবনের ছাদ করতে এক থেকে দেড় মাস সময় লাগে সেখানে ‘আইবিএস ’ পদ্ধতিতে সেই ভবনের ছাদ করতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। এটা একটি নতুন প্রযুক্তি। এটি বাংলাদেশে এই প্রথম প্রবেশ করবে। শুধু তাই নয় এর ছাদ নির্মিত হলে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা থাকবে। যাতে করে পানির কোন সমস্যা না হয়।
এই প্রকল্পে স্কুল এবং কলেজ থাকবে, থাকবে কনভেনশন সেন্টার। এসটিপি অর্থাৎ সুয়েরেজ সিষ্টেম প্লান থাকবে। খেলারমাঠ এবং গ্রীণ স্পেস এবং সোলার প্লান্ট থাকবে। অর্থাৎ একটি স্বয়ং সম্পূর্ন এ্যাপার্টমেন্ট নির্মিত হবে।
রাজউক এর সদস্য (উন্নয়ন) নাঈম আহমেদ খান জানান, সমস্ত কর্মকাণ্ড দেখার জন্য ‘একটি কারগরি বাণিজ্যিক নেগোসিয়েশন কমিটি’ গঠন করা হয়েছে । নির্মাণ কাজ শুরু হলে ফ্লাটের মূল্য থেকে শুরু করে বিভিন্ন দিকগুলো এই কমিটি তত্ত্বাবধান করবে।
রাজউক এর চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূইঁয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘২০২১ সালে সবার জন্য বাসস্থান। সে আদর্শে বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করছি। ভাল একটা নতুন প্রযুক্তি আমাদের দেশে আসবে। এর আগে এ প্রযুক্তি বাংলাদেশে আসেনি। এ জন্য আমরা সুপারিশ করছি।
তিনি আরো বলেন, বিদেশী কোম্পানিটি এতে বিনিয়োগ করবে। তবে ২ থেকে ৩ বছরের মধ্যে কোন পেমেন্ট নেবে না। ফেইস টু ফেইস আমাদের পেমেন্ট করতে হবে। এ প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ করে এটি মধ্যম আয়ের লোকদের জন্য খুব ভাল একটি প্রকল্প। ১৬ তলা বিশিষ্ট প্রকল্পের ফ্লাট হস্তান্তর অতি দ্রুত হবে।
আরএস/আরআই