জনপ্রশাসনে সিনিয়র সচিব হিসেবে দায়িত্বগ্রহণ করলেন ড. মোজাম্মেল হক


প্রকাশিত: ১২:৫১ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে রোববার কাজে যোগ দিয়েছেন ড. মো. মোজাম্মেল হক খান। ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করেন। ৫ ডিসেম্বর (সোমবার) তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ লাভ করেন।

বিসিএস ১৯৮২ (নিয়মিত) ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৩ সালের ২৭ অক্টোবর প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে ড. মোজাম্মেলের সিভিল সার্ভিসে পথচলা শুরু হয়। এছাড়া আরো চারটি মন্ত্রণালয়ে সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও রাষ্ট্রপতির একান্ত সচিব ছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সমূহে বিভিন্ন পদে চাকরি করেন।

সিভিল সার্ভিসের পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউসের প্রধান জাতীয় কমিশনার (চিফ ন্যাশনাল কমিশনার) হিসেবেও বর্তমানে নিয়োজিত। জাইকা এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ কারাতে ফেডারেশন ও বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির তিনি সভাপতির দায়িত পালন করেন।

ড. মোজাম্মেল ভারত স্কাউস অ্যান্ড গাইডসের সর্বোচ্চ পুরস্কার সিলভার এলিফ্যান্ট এবং বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পুরস্কার সিলভার টাইগার অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় ৩৬টি দেশ ভ্রমণ করে প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট থেকে তিনি বিএসএস সম্মান ও এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি মিসরের সিডিসি থেকে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক উচ্চতর শিক্ষাগ্রহণ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের পরপরই বাংলাদেশ অ্যাডমিনেসট্রিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের নেতারা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় সব পর্যায়ের কর্মকর্তারা, কর্মচারীদের বিভিন্ন সংগঠন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

চাকরি জীবনে অত্যন্ত সুনামের অধিকারী বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৫৯ সালের ৩ নভেম্বর মাদারীপুর জেলার সদর উপজেলার পাঁচখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। মন্ত্রণালয়ে যোগদান করেই তিনি সরকারি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করেন।

এমইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।