মলের গন্ধে ফেরত গেল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
মানুষের মলের অসহনীয় গন্ধ ছড়িয়ে পড়ায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান আকাশে ওড়ার আধ ঘণ্টার মধ্যেই ফেরত এসেছে বিমানবন্দরে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
হার্টফোর্ডশায়ার থেকে টোরি পার্টির কাউন্সিলর অভিষেক সাচদেব বিষয়টি নিশ্চিত করেন। তিনি এই ফ্লাইটেই পরিবারসহ দুবাই যাচ্ছিলেন।
অভিষেক বলেন, “আমরা ওড়ার দশ মিনিটের মধ্যেই সমস্যাটা টের পাই। টয়লেট থেকে বিশ্রি মলের গন্ধ ছড়িয়ে পড়ছিল বিমানের ভেতর। কেবিন ক্রুরা বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হলে একসময় দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠে। তখনই পাইলট ঘোষণা দেন- আমরা হিথ্রো বিমানবন্দরে ফেরত যাচ্ছি শিগগিরই”।
ব্রিটিশ এয়ারওয়েজের তরফ থেকে বলা হয়, স্বাস্থ্য এবং নিরাপত্তার স্বার্থে বিমানটিকে হিথ্রোতে ফেরত আনা হয়। যাত্রী অসুবিধার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন।
পরবর্তী ফ্লাইট ৩ ঘণ্টা পরে যাবে জানানো হলেও, অভিষেক জানান, শেষপর্যন্ত এর জন্য তাদের পনেরো ঘণ্টা অপেক্ষা করতে হয়।
এসআরজে