ধানমণ্ডিতে ঢাবি ছাত্রের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৫ মার্চ ২০১৫

রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাবিদ হাসান (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ধানমণ্ডির ৭/এ- ৫৪ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার রাতের কোনো এক সময় সাবিদ ওড়না দিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা করছে তার পরিবার। নিহতের বাবা বদরুল হাসান জানান, সকালে তিনি হাটতে বের হয়েছিলেন। বাসায় এসে দেখেন সাবিদ গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো।

তিনি আরও জানান, তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদরুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর দমদম এলাকা। বর্তমানে তারা ধানমণ্ডির ওই বাসায় ভাড়া থাকেন। তার ছেলে সাবিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।