শাহজালালে এবার ভারতীয় কূটনীতিকের ডলার জব্দ


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২০ মার্চ ২০১৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার এক ভারতীয় কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলারসহ জব্দ করেছে শুল্ক বিভাগ। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার রাতে তার কাছ থেকে এ ডলার জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন জানান, স›দ্বীপন ভট্টাচার্য (৪৫) নামের ওই ব্যক্তি ঢাকায় ভারতীয় দূতাবাসের ভিসা কর্মকর্তা হিসেবে কর্মরত। তার সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে এসব ডলার পাওয়া গেছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ইন্ডিয়ান এয়ারলাইনসে করে সস্ত্রীক কলকাতায় যাওয়ার কথা ছিল এই কূটনীতিকের। তবে প্রয়োজনীয় কাগজপত্র তার সঙ্গে না থাকায় এসব ডলার রেখে দেওয়া হয়েছে। তার স্ত্রী বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকরি করতেন। উপার্জিত এসব অর্থই সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বলে শুল্ক কর্তৃপক্ষকে জানিয়েছেন স›দ্বীপন ভট্টাচার্য।

জিয়া উদ্দিন আরও জানান, কাগজপত্র দেখাতে পারলে জব্দ করা ডলার ছেড়ে দেওয়া হবে। সম্প্রতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের কাছ থেকে অবৈধ সোনা আটক করা হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।