জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে : আইজিপি


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২০ মার্চ ২০১৫

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দিন যতই যাচ্ছে জীবনযাত্রা ততই স্বাভাবিক হয়ে আসছে। চলমান আন্দোলনের নামে নাশকতার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। শুক্রবার দুপুরে যশোরে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ ও অভয়নগরে হাইওয়ে থানার নবনির্মিত ভবন উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, তারপরও যে দু একটি ঘটনা ঘটছে তা প্রতিরোধ করতে জনগণকে পুলিশের সঙ্গে থাকতে হবে। পুলিশ প্রধান বলেন, `মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ এগিয়ে আসেনি-পত্র পত্রিকায় ও সুশীল সমাজ একথা বললেও ঠিক না। পুলিশ অভিজিৎ ও তার স্ত্রী বন্যার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু তার আগেই হত্যাকারীরা জনগণের মাঝে মিশে যায়।
 
যশোরের পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগের ডিআইজি মনিরুজ্জামান, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রমুখ।
 
দুপুরে অভয়নগরে হাইওয়ে থানা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার সাজিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।