সংসদের অধিবেশন আবার বসছে আজ


প্রকাশিত: ০২:২৫ এএম, ২২ মার্চ ২০১৫

১১ দিন মুলতবি থাকার পর জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আবার বসছে আজ। রোববার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। এর আগে ১২ মার্চ সংসদের বর্তমান অধিবেশনের ৩০তম কার্যদিবসের দিন ডেপুটি স্পিকার বৈঠক ২২ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

এ বছরের ১৯ জানুয়ারি সংসদের ৫ম ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন।

প্রথা অনুযায়ী দ্বিতীয় কার্যদিবসেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়। ওইদিন থেকেই রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

গত ১২ মার্চ পর্যন্ত ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর মোট ২৯ কার্যদিবস আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পুনরায় এ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে অধিবেশন উপলক্ষে গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় চলতি অধিবেশন গত ৫ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

অবশ্য কমিটির পক্ষ থেকে অধিবেশনের মেয়াদ বৃদ্ধি বা কমানোর ক্ষমতা স্পিকারের ওপর অর্পণ করা হয়। সেই ক্ষমতা অনুযায়ী স্পিকার অধিবেশনের মেয়াদ বৃদ্ধি করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে। সূত্র : বাসস

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।