নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এইচএসসি পরীক্ষা


প্রকাশিত: ১১:২৯ এএম, ৩০ মার্চ ২০১৫

নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ ব্যাপারে ইতোমধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, হরতাল-অবরোধসহ যত বাধাই আসুক না কেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে নির্বিঘ্নে ও নিরাপত্তার ভিতর পরীক্ষা গ্রহণের স্বার্থে তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০দলের প্রতি হরতাল-অবরোধ প্রত্যাহারের আহবান জানান।

এবছর ১০ বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীর মোট সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।