সাব-রেজিস্ট্রার বদলির আদেশ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে


প্রকাশিত: ১১:৪০ এএম, ৩০ মার্চ ২০১৫

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের বদলি আদেশ প্রথমবারের মত আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া শুরু হয়েছে। বদলি আদেশ জারীর পর পরই এটি এখন থেকে নিয়মিতভাবে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।
 
এ প্রসংগে সাংবাদিকদের সঙ্গে সচিবালয় কার্যালয়ে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইতঃপূর্বে সাব-রেজিস্ট্রার বদলির আদেশ কখনই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়নি। তাই এটি মন্ত্রণালয়ের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।

রেজিস্ট্রেশন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির আদেশ ওয়েবসাইটে প্রকাশকে ডিজিটাল বাংলাদেশের বড় অর্জন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি বহুলাংশে কমে যাবে।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন পরিদপ্তরের অধীন মাঠ পর্যায়ে কর্মরত ২৪ জন সাব-রেজিস্ট্রারকে সোমবার বদলি করা হয়েছে। বদলির এ আদেশ ইতোমধ্যেই মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া হয়েছে। minlaw.gov.bd

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।