চট্টগ্রামে মেয়রসহ ৪২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে একজন মেয়র প্রার্থীসহ ৪২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। একমাত্র মনোনয়ন পত্র বাতিলকৃত মেয়র প্রার্থী হলেন ফোরকান চৌধুরী।

নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার এবং বৃহস্পতিবার দুদিন চলে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের কাজ।

সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক বিভিন্ন কাগজ পত্র দাখিল না করায় একজন মেয়র, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থীসহ মোট ৪২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭১ জন মোট ৩৭২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।