কারাগারে যাচ্ছে ফাঁসি কার্যকরের আদেশ


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১১ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে যাচ্ছে। শনিবার দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আদেশ নিয়ে কারাগারের দিকে রওনা হন।

সূত্র জানায়, আজ শনিবার আসাদুজ্জামান খান কামাল দফতরে না আসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসায় অবস্থানরত মন্ত্রীর কাছে গিয়ে নির্বাহী আদেশের কপিতে সই করান। মন্ত্রীর স্বাক্ষরের পর দুপুর দেড়টার দিকে সেখান থেকেই এই ফাঁসির আদেশ কারাগারে নিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে, কারাগার কর্তৃপক্ষ আজ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে পারিবারের সদস্যদের কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য ডাকে। কামারুজ্জামানের আইনজীবী শিশির মুহাম্মদ মনির জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার কার্যকর হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।