পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে ইসির চিঠি


প্রকাশিত: ০১:৪০ পিএম, ১২ এপ্রিল ২০১৫

তিন সিটি নির্বাচনকে সামনে রেখে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার এ চিঠি দেওয়া হয় বলে ইসি সচিবালয়ের উপসচিব শামসুল আলম নিশ্চিত করেছন।

শামসুল আলম বলেন, ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, তা পেছানোর জন্য চিঠিতে বলা হয়েছে। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সে জন্য শিক্ষা মন্ত্রণালয়কে এ চিঠি দেয়া হয়েছে।

পরীক্ষা পেছানোর কারণ হিসেবে সামসুল আলম বলেন, নির্বাচনে ভোট গ্রহণের জন্য স্কুল-কলেজেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এতে শ্রেণিকক্ষ অগোছালো থাকে। তাই ভোটের পরের দিন পরীক্ষা থাকলে পরীক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে। এছাড়া ভোটের আগে কমপক্ষে দু’দিন শ্রেণিকক্ষ খালি লাগবে। এ জন্য ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিতব্য সব পাবলিক পরীক্ষা স্থগিত করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়েরে দ্বিতীয় বর্ষের রুটিন অনুযায়ী ২৯ এপ্রিল ২৬টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এএইচ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।