জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্টে যান তিনি।
দুপুরের পরে হাইকোর্টের একটি বেঞ্চে তার তিন মামলার আগাম জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় আব্বাস পত্নী আফরোজা আব্বাস মাঠে নেমেছন।
উল্লেখ্য, মির্জা আব্বাস দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন।
বিএ/পিআর