নরসিংদী আন্তঃজেলার ৬ ডাকাত আটক
নরসিংদী শিবপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে ওই ডাকাত দলকে আটক করে র্যাব-২ সদস্যরা। র্যাব-২ সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হচ্ছেন, মো. মাসুদ, মো. মকবুল, মো. সোহেল, মো. আলী হোসেন, মো. তানভীর ও রাসেল খান।
মারুফ আহমেদ জাগো নিউজকে জানান, দীর্ঘদিন থেকে তারা অস্ত্রের মুখে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এএইচ/এমএস