আবারও সেই এনাম মেডিকেল


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৭ এপ্রিল ২০১৫

রানা প্লাজা ধসের ঘটনায় হাজার হাজার হতাহত ব্যক্তির সেবাই নিঃস্বার্থভাবে এগিয়ে আসা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এবার ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপালের পাশে দাঁড়াচ্ছে। বিধ্বস্ত নেপালে বিপুল পরিমাণ ওষুধসহ ১০ সদস্যের চিকিৎসক দল পাঠিয়েছে হাসপাতালটি। সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটে হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুর রহমানের ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা যায়।

ফেসবুক পেজে তিনি বলেন, ‘নেপালের পাশে আমরা। হিমালয় কন্যা নেপাল আজ বিধ্বস্ত। নেপালের আর্ত মানবতার পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ জীবন রক্ষা ওষুধ দিয়ে পাঠালাম ১০ সদস্যের চিকিৎসক দল। যারা সীমান্ত পেরিয়ে সেবা দেবেন নেপালের ভূমিকম্প আক্রান্ত গোর্খা অঞ্চলে’।

২০১৩ সালে রানা প্লাজায় হতাহতদের সেবা দিয়ে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে গণমাধ্যমের নজরে আসেন হাসপাতালটির চেয়ারম্যান ডা. এনামুর রহমান।

প্রসঙ্গত, শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩,২১৮ জনে পৌঁছেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।