খিলগাঁওয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১২ মে ২০১৭

রাজধানীর খিলগাঁওয়ে মাহামুদা আক্তার মুন্নি (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী সাইফুল আল মামুনকে (৩৫) আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মদ খেয়ে মাতাল হয়ে বাসার দরজা খুলতে দেরি হওয়ায় মুন্নিকে একাধিকবার মারধর করে তার স্বামী। এ ঘটনায় মুন্নি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

আজ বেলা ১১টার দিকে চিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

juনিহতের চাচা ফজলুল করিম জানান, মুন্নি তার স্বামীকে নিয়ে খিলগাঁওয়ের দক্ষিণ গোরান ৩৪৭ নম্বর বাড়িতে থাকতেন। তার স্বামী আল মামুন কিছু দিন আগে একটি হিন্দু মেয়েকে বিয়ে করে। এ নিয়ে মুন্নির সঙ্গে বাক-বিতণ্ডার জেরে শারীরিক ও মানসিক নির্যাতন করত আল মামুন।

খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় মুন্নির স্বামী সাইফুল আল মামুনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

নিহত মাহমুদা আক্তার মুন্নি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে।

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।