ফার্মগেটে বাস ফুটপাতে, সংবাদপত্রকর্মী নিহত


প্রকাশিত: ০৩:০১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৪

রাজধানীর ফার্মগেটে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে আলী আক্কাস (৩৫) নামে এক সংবাদপত্রকর্মী নিহত হন।

আল-রাজী হাসপাতালের পাশের জনতা ব্যাংক সংলগ্ন রাস্তায় সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আক্কাস নোয়াখালী জেলার কবিরহাট থানার যাদবপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার ২৪২/২ নম্বর বাসায় থাকতেন এবং পত্রিকা বিক্রি করতেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রজিউল ইসলাম জানান, এ ঘটনায় বাসচালক ইন্দু লস্করকে আটক করা হয়েছে। এ ছাড়া আলী আক্কাসের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।