রাজধানীতে জাল টাকা ও মাদকসহ আটক ৪


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৭ মে ২০১৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ছয় হাজার টাকার জাল নোট এবং ২৪ ক্যান বিদেশি বিয়ার ও ২৮ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-২। এ ঘটনায় জড়িত অভিযোগে জাল টাকা প্রস্তুতকারী ও মাদক ব্যবসায়ীসহ চারজনকেন আটক করা হয়েছে।  

আটককৃতরা হলেন মো. নুরে আলম (৩২), রতন (২৬), বাবুল ফকির (২৮) ও সুমন বৈদ্য (২৫)। র‍্যাব-২ এর সহকারি পরিচালক সিনিয়র এএসপি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, বুধবার দিবাগত রাতে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মোহাম্মদপুর বিজলী মহল্লা হতে ২৪ ক্যান বিদেশি বিয়ারসহ নুরে আলম নামে এক মাদক ব্যবসায়ী আটক করে।

পরে মোহাম্মদপুর আসাদ গেইট সংলগ্ন এলাকা হতে ছয় হাজার টাকার জাল নোটসহ বাবুল ফকির (২৮) ও সুমন বৈদ্য (২৫) নামক দুইজনকে আটক রা হয়।

অপর একটি অভিযানে রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির সামনে হতে ২৮ পুরিয়া হেরোইনসহ রতন (২৬) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মারুফ আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ তারা রাজধানীর বিভিন্ন এলাকায় জাল টাকা ও মাদক ব্যবসা করে আসছেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।