ঢাকা ক্যান্টনমেন্টের বনলতা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১১ মে ২০১৫

ঢাকা ক্যান্টনমেন্টের বনলতা টাওয়ারের (স্টাফ কোয়াটার) ১১ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে লাগা এ অাগুন ৭টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

# ঢাকা ক্যান্টনমেন্টের বনলতা টাওয়ারে আগুন

জেইউ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।