উত্তরায় ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১১ মে ২০১৫

রাজধানীর উত্তরার সেক্টর-৯ এলাকা থেকে ৮২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। রোববার দিবাগত মধ্য রাতে উত্তরার সেক্টর-৯, রোড নং-১২, সৈয়দ শাহ জামে মসজিদের মেইন গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলেন- মো. দুলাল হোসেন ও মো. সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র (মিডিয়া) সহকারী কমিশনার রবিউল আরাফাত। তিনি জানান, আটক মো. দুলাল হোসেন ও মো. সাইফুল ইসলাম প্রায় ২/৩ বছর যাবৎ কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার ও টেকনাফ হতে বিভিন্ন কৌশলে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট এনে রাজধানী ঢাকাসহ ঢাকার আশে পাশে বিভিন্ন জেলার মাদক ব্যবসায়িদের নিকট বিক্রি করে আসছে।

তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি। গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।